চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা মোয়াজ্জেম হোসেন কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীন বরণ ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার (৩ আগষ্ট) কলেলজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলার মোয়াজ্জেম হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাঘাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের পরিচাণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক এসএম মফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয় যুগ্ম সচিব ড. শাহাদাত হোসেন, সমাজ সেবক এ জেড এম সামসুদ্দিন ফারুক, মোঃ হারুন রশিদ খান, বীর মুক্তিযোদ্ধা সামছুমজ্জামান, সিরাজুল ইসলাম মিজি, খন্দকার তারেক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমরান হোসেন ও নবীন ও প্রবীন শিক্ষার্থীরা।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ ৯: ৪০ পিএম, ৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur