Home / চাঁদপুর / চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্য কেন্দ্র চালু
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্য কেন্দ্র চালু

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্য কেন্দ্র চালু

জাতীয় পাবলিক সার্ভিস দিবসে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নাগরিক সেবার কেন্দ্র চালু হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, জনগণের সুবিধার্থে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র পূরণে সহযোগিতা ,পাসপোর্ট সংক্রান্ত তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি ,অনলাইন আবেদন ,হুইল চেয়ার সুবিধা, আবেদনপত্র প্রস্তুতের সহায়ক সামগ্রি প্রদান করা হয়।

এজন্য অফিসের ১শ’ ৩ নং কক্ষে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এসেবা কর্যক্রম চলতে থাকবে।

এব্যাপারে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো.ইব্রাহিম বলেন, আগে জনগণ নানাভাবে হয়রানি হতো। তাতে তাদের অন্যভাবে তথ্য সংগ্রহ করতে হতো কিন্তু এ সেবার মাধ্যমে মানুষ তার নিজের পাসপোর্টে তৈরি করার সকল বিষয়ে সহজে জানতে পারবে। বিশেষ করে দালাল কমে যাবে। সুন্দরভাবে সেবা গ্রহণ করতে পারবে।

প্রতিবেদক :আনোারুল হক
: আপডেট, বাংলাদেশ ১০ : ৩৬ এএম, ৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply