Home / সারাদেশ / কুমিল্লায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় ২ অভিযুক্ত গ্রেফতার
কুমিল্লায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় ২ অভিযুক্ত গ্রেফতার

কুমিল্লায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় ২ অভিযুক্ত গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারের স্কুলছাত্রী গণধর্ষণ মামলার এজাহারভূক্ত অন্যতম আসামি সুমন খান ও আনু মিয়াকে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বুধবার (২ আগস্ট) ভোর রাতে চট্টগ্রাম জেলার চিকনছড়া থেকে সুমন খানকে এবং মঙ্গলবার ভোর রাতে সিলেট থেকে আনু মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনু মিয়া দেবীদ্বার উপজেলার বিহারমন্ডল গ্রামের ওহাব আলীর ছেলে ও সুমন খান মোঃ গোলাপ খাঁর ছেলে।

দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, মামলার এজাহার ভূক্ত ২ আসামি গ্রেফতার হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারে অভিযান অভ্যাহত আছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই বিকেলে জেলার দেবীদ্বার উপজেলার বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী তাদের বাড়ি থেকে পাশ্ববর্তী ছোটনা গ্রামে যাবার সময় বিহারমন্ডল গ্রামের সুমন খাঁ, দুলাল ও আনু মিয়াসহ অজ্ঞাতনামা আরও একজন তার গতিরোধ করে।

এক পর্যায়ে তাকে অটোরিকশায় করে বিহার মন্ডল দক্ষিনপাড়া বোরো ধানের মাঠে সেচ মেশিন ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পর দিন দেবীদ্বার থানায় এ ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা করা হয়।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ২: ৫০ পিএম, ২ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply