চাঁদপুরে মদ্যপ অবস্থায় অটোরিক্সা চালানোর সময় ২টি অটো রিক্সার মুখো-মুখি সংঘর্ষে চালকসহ ৮ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১ আগস্ট) রাত আড়াইটায় চাঁদপুর শহরের বড়স্টেশন সড়কের কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে ।
এদের মধ্যে অটো রিক্সা চালক ফেরদৌস (২০), সোহেব (২২) ও রাকিব (২০) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নেয়।
তাৎক্ষণিক এলাকাবাসী আহতদেরকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অটো রিক্সা ২টি উদ্বার করে থানায় নিয়ে যায়।
খবর নিয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী বোঝাই করে ১টি অটো রিক্সা নৌ-টামিনাল থেকে ছেড়ে কোর্ট স্টেশন এলাকার দিকে আসছিল। এ সময় যাত্রী বোঝাই অপর ১টি অটো রিক্সা কোর্ট স্টেশন থেকে বড় স্টেশনের দিকে যাচ্ছিল। পথি মধ্যে মদ্য পান করা ৩ জন চালক বেপোরোয়া গতিতে অটোরিক্সা চালানোর সময় দিক-বেদিক ঠিক রাখতে না পারায় ২টি রিক্সা মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ২টি অটো রিক্সা ধুমড়ে মুচরে যায়। যার ফলে রিক্সায় থাকা যাত্রী ও ৩জন চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রীর মাথায়,কানে,হাতে, পায়েও শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখম হয়ে গুরুত্বর আহত হয়।
চালকের অবস্থা মারাত্বক বলে কর্তব্যরত ডাক্তার সবুজ কুমার পার্থ জানান। এদিকে পুলিশ অটো রিক্সা ২টি জব্দ করে থানায় নিয়ে চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, চাঁদপুর পৌরসভা যে পরিমাণ অটো রিক্সার লাইসেন্স দিয়েছে তার চাইতে ০৪ গুন অটো রিক্সা শহরে প্রতিদিন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে করে দূর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী সাধারণ ও পথচারীরা। ইদানিং কালে চাঁদপুর সরকারি হাসপাতালে অসংখ্য পথচারী যাত্রী দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। অনেকে দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়ে গেছেন ও অনেকের জীবন হারিয়েছেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ