Home / চাঁদপুর / লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর গ্রান্ড রিসিপশন সম্পন্ন
Lions club..

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর গ্রান্ড রিসিপশন সম্পন্ন

আনন্দঘন পরিবেশ ও উৎসবমূখর আয়োজনের মধ্যদিয়ে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর গ্রান্ড রিসিপশন সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় শহরের চাঁদপুর ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

আয়োজনের উদ্বোধন করেন ডিস্ট্রিক গভর্ণর লায়ন মো. আমিনুল ইসলাম লিটন (এমজেএফ)। আয়োজনের শুরুতেই আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পেসিডেন্ট লায়ন আলহাজ্ব কাজী মাহাবুবুল হক।

ক্লাব সেক্রেটারি কিশোর সিংহ রায়, সেকেন্ড ভাইচ পেসিডেন্ট এহতেশামুল হক রিয়াদ ও জয়েন্ট সেক্রেটারী মফিজুল ইসলাম খান সেলিমের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁদপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, স্বধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সেকেন্ড ভাইচ ডিস্ট্রিক গর্ভণর (২০১৭-১৮, ডিস্ট্রিক ৩১৫-বি-৩ বাংলাদেশ) লায়ন আলহাজ্ব আব্দুল হক, কেবিনেট সেক্রেটারী (২০১৭-১৮, ডিস্ট্রিক ৩১৫-বি-৩ বাংলাদেশ) লায়ন মো. আব্দুল্লা খালিদ। আনুগত্য শপথ পাঠ করার ক্লাবের জয়েন্ট ট্রেজারার লায়ন খোরশেদ আলম বাবুল।

আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পক্ষ থেকে সম্প্রতি ‘জনপ্রশাসন’ পদক প্রাপ্ত চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার চাঁদপুর এর উপ-পরিচালনক মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে স্বধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরীকে গুণিজন সংবর্ধনা সিহেবে সম্মননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক পেসিডেন্ট লায়ন মোস্তাক হায়দার চৌধুরী, সাবেক পেসিডেন্ট লায়ন জাকির হোসেন, সাবেক পেসিডেন্ট লায়ন মাহমুদ হাসান খান, সাবেক পেসিডেন্ট লায়ন সাকি কাওসার, আইপিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান, সাবেক ভাইস পেসিডেন্ট লায়ন আহসান উল্যাহ খান বাতেন, ১ম ভাইস পেসিডেন্ট লায়ন বিএম হারুন অর রশিদ, ৩য় ভাইস পেসিডেন্ট মো. জিকরুল আহসান, ট্রেজারার লায়ন নির্মল চন্দ্র সাহা, টেমার লায়ন আবুল কালাম আজাদ, লায়ন টেলটুইস্টার কামরুল হাসান।

আরো উপস্থিত ছিলেন, লায়ন ইমাম হাসান রাসেল, লায়ন দেলোয়ার হোসেন খান, লায়ন ওয়াহিদুজ্জামান পাটওয়ারী,
লায়ন মিজানুর রহমান ভুইয়া, লায়ন কামরুজ্জামান পাটওয়ারী মাখন, লায়ন সাখাওয়াত হোসেন খান, লায়ন খায়রুল ইসলাম বিল্লাল, লায়ন খান বাহাদুর, লায়ন গোলাম হোসেন টিটু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে লিও ক্লাব অব চাঁদপুর রীপালীর ২০১৭-১৮ এর সভাপতি লিও ওমর ফারুক সিয়াম লিওদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় লিওদের মধ্যে উপস্থিত ছিলেন, লিও আইপিপি রায়হান চৌধুরী, লিও নাহিদ ভূইয়া, ভাইচ পেসিডেন্ট লিও আব্দুল্লা আল নোমান, লিও সেক্রটারী আল তামজীদ, লিও ট্রেজারার সজীব দেবনাথ, লিও সাজ্জাদ হোসেন, লিও টিপু সুলতান, লিও ফরহাদ মামুন, লিও সোহেল কাজী, লিও সাদ্দাম হোসেন, লিও বেলায়েত হোসেন অনিক ও লিও আবু বকর প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১: ৫০ পিএম, ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply