চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবাসহ শেখ ফরিদ (২৫) নামে এক মাদক বিক্রেতাকে শনিবার (২৯ জুলাই )আাটক করা হয়।
চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোড থেকে গ্রেফতার করা হয় তাকে। সে ওই এলাকার কালাম গাজির ছেলে।
এস আই রাশেদুজ্জামান জানান, এস আই অনুপ চক্রবর্তী,এসআই জাফর ও এ এস আই ইলিয়াছ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামিদের তল্লাশি করে ম্যাচ বাক্সের ভেতরে লুকিয়ে রাখা ১৫ পিচ ইয়াবাসহ আসামীকে হাতে নাতে ধরতে সক্ষম হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.ওয়ালী উল্লাহ অলী বলেন,‘ আসামি ও তার মা মাদক বিক্রি করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করলে তাকে মাদকসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
প্রতিবেদক : শরীফুল ইসলাম
:আপডেট, বাংলাদেশ সময় ৬: ৫০ পিএম,৩০ জুলাই ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur