চাঁদপুরে মেঘনা নদীতে এমভি সম্পা নামে একটি লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে। লঞ্চটিতে প্রায় ৪শ’ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসলে প্রায় ১৫ মিনিট পর মেঘনা নদীর মাঝখানে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়।
এমভি ময়ূর লঞ্চের সুপারভাইজার আলমগীর জানান, চাঁদপুর ঘাট থেকে প্রায় ৪শ’ যাত্রী নিয়ে লঞ্চটি সকাল ৮টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। যাত্রীদের উদ্ধারের জন সকাল সাড়ে ৯টায় ঈগল-২ লঞ্চ এসে যাত্রিদের উদ্ধার করা হয়।
এদিকে মাঝপথে এমভি সম্পা বিকল হওয়ায় যাত্রিদের সিমাহীন দুর্ভোগ পহাতে হয়। যাদের সকাল ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা, সকল যাত্রিকে দুপুর ১টায় ঢাকায় আসতে হয়। এত করে অনেক কর্মজীবী মানুষের সমস্যার সম্মুখিন হতে হয়।
শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur