আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন আর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার তো থাকবেই। শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।’
বুধবার (২৬ জুলাই) দুপুরে গাজীপুরের ভোগড়া এলাকায় টানা বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের এখানে দায়-দায়িত্ব যেটা, সেটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।’
বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচি এ মুহূর্তে নেই। ঈদের আগে খালেদা জিয়া ঈদ পরবর্তী দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সে আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে। তাদের আন্দোলনের কোনো খবর নেই। বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঠিক থাকছে না।
টানা বর্ষণে মহাসড়কে খানাখন্দ সৃষ্টির বিষয় স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘এবার প্রবল বর্ষণে কোনোভাবেই রাস্তা ঠিক রাখা যাচ্ছে না। ভারী যানবাহনে সারা দেশেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জরুরিভাবে নির্দেশ দিয়েছি, আমাদের ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিক রাস্তায় থাকবে। এ মুহূর্তে আমাদের একটাই এজেন্ডা, সেটা হলো রাস্তাকে পাসেবল ইউজেবল ও সচল করে রাখা। প্রয়োজনে আরো টিম নিয়োগ করে অন্তত এ মুহূর্তে যে কাজ বৃষ্টির মধ্যে রাস্তাকে পাসেবল করে রাখতে হবে। রাস্তায় যে বড় বড় গর্ত হয়েছে, গর্তগুলোকে ভর্তি করতে হবে এবং রাস্তা থেকে যেন পানি সরে যায় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ থাকবে না। ইঞ্জিনিয়ারদের প্রয়োজনে ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। এটাই আমার নির্দেশ। এটা বলতেই আমি এসেছি।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৩: ৫০ পিএম, ২৬ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur