Home / চাঁদপুর / বঙ্গবন্ধু ফুটবল খেলাকে ভালোবাসতেন : ডা. দীপু মনি
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

বঙ্গবন্ধু ফুটবল খেলাকে ভালোবাসতেন : ডা. দীপু মনি

চাঁদপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলাকে ভালোবাসতেন। তিনি তখন থেকেই সব ধরনের খেলাধুলায় উৎসাহ প্রদান করতেন। এ ফুটবল বাংলাদেশে এক সময়ের অন্যতম খেলা ছিলো। ফুটবল খেলা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনে আনন্দ দিতে পারে।’

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। খেলাধুলার মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। তাই খেলার জয়, পরাজয় মেনে নিতে হবে। তাই তোমরা যারা পড়ালেখা করছো, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা ধরে রাখতে হবে। আর যাদের নামে এই খেলার আয়োজন তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। একদিন তোমাদের মধ্যে থেকেই কেউ দেশের অন্যতম তারকা হবে। তার জন্যে চেষ্টার বিকল্প নেই।’
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে এম মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর মডেল থানার অসি ওয়ালী উল্লাহ অলী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাহ হোসেন মাস্টার, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে পরাজিত করে কুমুরিয়া সূর্যরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আর বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. পারভেজ দেওয়ান।

পরে উভয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৮: ৫০ পিএম, ২৬ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply