সারাদেশের ন্যয় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যাচাই বাছাই কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা থেকে ৪৪জনকে বাতিল ও অনলাইন অথবা সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদনকারীর মধ্য থেকে ৩৭ জনকে তালিকাভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিস বিষয়টি চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
এর আগে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা তালিকাদ্বয়ের বাইরে গেজেটভুক্ত অথবা তালিকাভুক্ত অথবা সরকারি চাকুরি গ্রহণের সময় ঘোষণা প্রদানকৃত শুধুমাত্র সাময়িক সনদপত্র অথবা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কতৃক প্রদত্ত সনদপত্র প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাইয়ে তালিকা থেকে বাতিলের জন্য সুপারিশকৃতরা হচ্ছেন-করবন্দ গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে মো. মাসুদ মিয়া, নাগদা গ্রামের মৃত আ. করিম খানের ছেলে মো. আলী আকবর খান, পিংড়া গ্রামের মৃত হাসমত উল্যাহের ছেলে মো: ছোবহান, মিরামা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: দেলোয়ার হোসেন।
পয়ালী গ্রামের মৃত আলী হোসেন খন্দকারের ছেলে মো:আ: ছাত্তার খন্দকার, নাগদা গ্রামের মৃত লাল মিয়া মজুমদারের নুরুল ইসলাম মজুমদার, ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত আ:সামাদের ছেলে ইদ্রিস মিয়া, গোবিন্দপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে আ: রশিদ মিয়া, ঘিলাতলী গ্রামের মৃত আ: আজিজ বকাউলের ছেলে শহিদুল্লাহ বকাউল, একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সহিদ তালুকদার, একই গ্রামের মৃত তৈয়ব আলী প্রধানের ছেলে মো: মুকবুল হোসেন।
গোবিন্দপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো: ফজলুল হক, নন্দিখোলা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো: হুমায়ুন কবির, মিরামা গ্রামের মৃত ওমর আলীর চেলে লুৎফুর রহমান, একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো: আলী তালুকদার, একই গ্রামের মৃত আ: রহমানের ছেলে মো: নজরুল ইসলাম তালুকদার, একই গ্রামের মৃত রাজা বকাউলের ছেলে মুজাফ্ফর হোমেন বকাউল, একই গ্রামের মৃত আ. মতিন তালুকদারের ছেলে মো : ইউনুছ তালুকদার।
পাঁচঘড়িয়া গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো: শামছুদ্দিন, বানুরপাড় গ্রামের মৃত আকরম আলীর ছেলে মো: তৈয়ব আলী, হুরমাইশা গ্রামের মৃত আ: জব্বার মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া, নাউজান গ্রামের মৃত আদম আলী প্রধানের ছেলে ছিদ্দিকুর রহমান, মিরামা গ্রামে মৃত আ: আউয়ালের ছেলে মো: শাহ আলম, পিতামবর্দী গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আ: জলিল মাষ্টার।
আশ্বিনপুর গ্রামের মৃত আ: রশিদ,শাহাপুর গ্রামের মৃত জলিল তালুকদারের ছেলে ইউনুছ তালুকদার,গোবিন্দপুর গ্রামের মৃত আ: খালেক, দারিন্দা রসুলপুর গ্রামের মৃত আব্দুল খালেক, খাদেরগাঁও গ্রামের মৃত আ: ছামাদের ছেলে অহিদুজ্জামান, নাগদা গ্রামের মৃত করিম খানের ছেলে আলী আকবর, মিরামা গ্রামের মৃত মো: হোসেন তালুকদারের ছেলে তাজুল ইসলাম।
গোবিন্দপুর গ্রামের আ: মন্নান মজুদার,উদ্দমদী গ্রামের মৃত আ: কাদের মিয়া ছেলে সুরুজ মিয়া, উ.দিঘলদী গ্রামের মৃত পশর আলীর ছেলে মজিবুর রহমান, উ. দিঘলদী গ্রামের মৃত তোরাব আলীর ছেলে মফিজুল ইসলাম,বাকরা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেন, বাকরা গ্রামের অলি উল্যাহ, বহরী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে আ: বারী, নওগাঁ গ্রামের মৃত আ: হামিদের ছেলে মফিজুল ইসরলাম, বহরী গ্রামের মৃত ফজর আলীর ছেরে আল মামুন, বদরপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আবদুল মন্নান,বাকরা গ্রামের মৃত ফৌজদার কানের ছেলে মো: ইদ্রিছ খান, দগরপুর গ্রামের মৃত আ: হামিদ মিয়াজীর ছেলে একেএম ফজলুল হক, এবং সারপাড় গ্রামের মৃত মুসলিম খানের ছেলে ফারুক খান।
এছাড়া বাছাই কামিটি অন লাইনে অথবা সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের মধ্য থেকে ৩৭জনকে তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছেন। তাঁরা হচ্ছেন- বাবুরপাড়া গ্রামের মৃত আবুল হোসেন মিয়াজীর ছেলে আক্তার হোসেন মিয়াজী, দ: দিঘলদী গ্রামের মৃত মকরম আলীর ছেলে মৃত নেকবর আলী প্রধান, কদমতলী গ্রামের মৃত আ: গনি মোল্লার ছেলে ওয়ালী উল্যাহ মিয়া, ধনারপাড় গ্রামের মৃত হাজী আলী হোসেনের ছেলে আলাউদ্দিন, পেয়ারীখোলা গ্রামের মো: আলী মিয়া প্রধানের মো: আবদুল মান্নান, দ: বারগাঁও গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো: আলী এরশাদ, উ. আধারা গ্রামের মৃত হাজী আ: মান্নানের ছেলে মো: আব্দুর রাজ্জাক, নন্দিখোলা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরকারের ছেলে মো: গিয়াস উদ্দিন, আশ্বিনপুর গ্রামের মৃত মো: আলী আজগর পাটোয়ারীর ছেলে মো: শাহজাহান, লাক গ্রামের মৃত মো: জালাল উদ্দিনের ছেলে আব্দুস ছামাদ আজাদ, খিদিরপুর গ্রামের মৃত হাসমত উল্যাহের ছেলে এ বি এম মফিজুল ইসলাম,পশ্চিম নাগদা গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে ইঞ্জি. মুহাম্মদ আলী, গোবিন্দপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো: রেনু প্রধান, বদরপুর গ্রামের মৃত আলহাজ্ব ওসমান পাটোয়ারীর ছেলে জয়নাল আবেদীন পাটোয়ারী,বাড়ৈগাঁও গ্রামের মৃত চাঁন বক্সের ছেলে মো: আবুল খায়ের মোক্তার, কালিকাপুর গ্রামেরে মৃত আবেদ আলীর ছেলে আবদুল হালিম, পয়ালী গ্রামের মৃত আদম আলী খন্দকারের ছেলেমো: সিরাজুল ইসলাম, নবকলস গ্রামের মৃত চেরাগ আলী প্রধানের ছেলে মোহাম্মদ আলী প্রধান,কাশিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জয়নাল প্রধান, বিশ্বাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন সরকারের ছেলে মো: মোসলেম সরদার,ঘোড়াধারী গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে মো: ইদ্রিস মিয়া, কাচিয়ারা গ্রামের মৃত আলী আকবর পাটোয়ারী ছেলে মো:সহিদুল্লাহ পাটোয়ারী, নাগদা গ্রামের মৃত নজির হোসেন তালুকদারের মো: সহিদ তালুকদার,পিংড়া গ্রামের মৃত চন্দ্র কুমার ঢালীর ছেলে বিভূতী ভূষন ঢালী, বারগাঁও গ্রামের মৃত মো: আফিজ উদ্দিনের ছেলে মো: কলিম উল্লাহ, ডাটিকারা গ্রামের মৃত হাজী আক্রামের ছেলে মো: আলী হোসেন, দৌলতপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মো: দেলোয়ার হোসেন প্রধানীয়া, চাপাতলী গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে ওয়ালি উল্যাহ, শোভনকদর্ িগ্রামের মৃত সাইজ উদ্দিন প্রদানের ছেলে মৃত আ; রশিদ, দগরপুর গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে মৃত করিম উদ্দিন, দক্ষিণ বাইশপুর গ্রামের মৃত শামসুদ্দিন আহম্মেদ চৌধুরীর ছেলে মৃত ডা. শাহজাহান চৌধুরী, দক্ষিণ বারগাঁও গ্রামের মৃত রহিম সরকারের ছেলে মো: মো:মোশারফ হোসেন, পদ্মপাল গ্রামের মৃত মো:হালিমের ছেলে মো: আ: রব, সারপাড় গ্রামের মৃত আলহাজ্ব আ: আজিজের ছেলে মৃত আ: মতিন, কলাদী গ্রামের মৃত অনিল বরন মজুমদারের ছেলে মুকুল মজুমদার, ঘোড়াধারী গ্রামের মৃত শাহ আবদুল গফুরের ছেলে শাহ মোহাম্মদ আজিজুল হক এবং বাড়ৈগাঁও গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবদুল মবিন প্রধান।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ২৪ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ