স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন জাপান গমন করেন।
শনিবার (২২ জুলাই) রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মেয়র জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাপান অবস্থান শেষে ৩০ জুলাই দেশে ফিরবেন ।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) অর্থায়নে ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি), স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় পৌরসভার প্রশাসন শক্তিশালীকরণ,পৌরসভার আর্থ-সামাজিক উন্নয়ন,বাংলাদেশ ও জাপান স্থানীয় সরকারের অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিবেন বলে জানা গেছে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
:আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম,২২ জুলাই ২০১৭,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur