Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা আউয়াল পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা আউয়াল পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা আউয়াল পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা বাড্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল পাটওয়ারী শুক্রবার (২১ জুলাই) সকাল ৭ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫)। তিনি ৪ ছেলে ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

ওইদিন বাদ আছর বাড্ডা ঈদগাঁও মাঠে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) বলাই দেবনাথ ও সাহীদ হোসাইন সঙ্গীয় ফোর্সে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব হনার প্রধান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যকারী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কর্মান্ডার মজিবুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন এলাকার সাধারন মানুষ ।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি একজন প্রতিভাবান চারু ও কারু (চিত্র শিল্পী) ছিলেন। তাঁকে চাঁদপুরের প্রথম চিত্র শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৪০ এএম, ২২ জুলাই ২০১৭, শনিবার
এইউ

Leave a Reply