চাঁদপুর শহরের মাদ্রাসা রোডে গৃহবধূ মরিয়ম আক্তার মম ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে মমদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মমের মা ফাতেমা আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি জাননা, ‘৪ বছর পূর্বে তার মেয়ের সাথে মাদ্রাসা রোডের বাসিন্দা তামিমের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু তামিমের পরিবার বউকে স্বাভাবিক মেনে নিতে পারেনি। তামিম ও তার পরিবারের লোকজন একাধিকবার শারিরীক ও মানসিক নির্যাতন করে।’
তাঁর দাবি, ‘গত ৮ জুলাই আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় আমার স্বামী মহসীন পাটওয়ারী বাদী হয়ে ওইদিনই মামলা দায়ের করে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ তামিম আটক করে। কিন্তু মামলার তদন্ত নিয়ে বিবাদী পক্ষ প্রভাব বিস্তার করে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে চায়।’
সংবাদ সম্মেলনে তিনি মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারী তামিমসহ জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন মমের পিতা মহসীন পাটওয়ারী, মামা গিয়াস উদ্দিন, াশহাব উদ্দিন ও চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এ সংক্রান্ত আগের প্রতিবেদনগুলো দেখুন-
পারিবারিক কলহে চাঁদপুর শহরে গৃহবধূর আত্মহত্যা
চাঁদপুরে আত্মহত্যার ‘প্ররোচণায়’ স্বামী জেলহাজতে
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৬: ২০ পিএম, ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ