কাতারকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে দেশটির ওপর অবরোধ আরোপকারী সউদী জোট। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়।
কারণ,কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয়নি। জাতিসংঘে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়াল্লিমি মঙ্গলবার (১৮ জুলাই) সাংবাদিকদের কাছে নতুন শর্তের তালিকার কথা জানান।
তিনি বলেন, ৫ জুলাই কায়রো বৈঠকে চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নতুন শর্তের তালিকা তৈরি করেন এবং এসব দেশ আশা করছে- দোহা এ তালিকা মেনে নেবে। নতুন তালিকায় বলা হয়েছে,সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কাতারকে লড়াইয়ের অঙ্গীকার করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল যোগানো এবং নিরাপদ আশ্রয় দেয়া বন্ধ করতে হবে।
এছাড়া পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এমন যেকোনো ধরনের কথাবার্তা বন্ধ করতে হবে। এসব শর্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা অবশ্যই পর্যবেক্ষণ করা হবে। তবে নতুন শর্তগুলোর মধ্যে আল-জাজিরা টিভি নেটওয়ার্ক বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয়।( রয়টার্স,বিবিসি )।
ডেস্ক নিউজ
:আপডেট,বাংলাদেশ সময় ৩:১০ পিএম,২০ জুলাই ২০১৭,বৃস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur