বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা আগামীকাল ২১ জুলাই শুক্রবার অনুষ্টিত হবে। বার কাউন্সিল সূত্র জানায়,এ বছর ৩১ হাজার ৩’শ ৬৫ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে।
গত বছর কোনো পরীক্ষা অনুষ্টিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানায়। কাল শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্টিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান জানিয়ে দেয়া হয়েছে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।
আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্টিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখ পরিবর্তন করে ২১ জুলাই নির্ধারণ করা হয়।বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
করেসপন্ডেন্ট
:আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম,২০ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur