বাংলাদেশ জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর শহর শাখার ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (১৫ জুলাই) চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেরাজ আহমেদ চোকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন আহম্মেদ স্বক্ষারিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির নেতৃবৃন্দর হলেন, সভাপতি মো. হুমায়ুন আহমেদ কাউছার, সহ-সভাপতি মো. খোকন গাজী, কাজী আরিফ, সাধারণ সম্পাদক মো. মোবারক খান, যুগ্ম সম্পাদক মো. মাকসুদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মঈন বেপারী।
আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার প্রত্যয়ে সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৮ পিএম, ১৭ জুলাই ২০১৭, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur