চাঁদপুরে কাল মঙ্গলবার (১৯ জুলাই ) বৃক্ষ মেলা শুরু হচ্ছে । যা ২৫ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপি জাতীয় বৃক্ষ মেলা চলবে। । স্বাস্থ্য,পুষ্টি,অর্থ চাই,দেশি ফলের গাছ লাগাই’এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও কৃষি ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষ মেলা পালিত হচ্ছে।
চাঁদপুরে জেলা প্রশাসন,বন ও কৃষি বিভাগের যৌথ আয়োজনে কাল থেকে ২৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপি চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ‘বৃক্ষ মেলা পালিত হবে।
চাঁদপুরে এর উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও কুমিল্লা অঞ্চলের বন বিভাগীয় ঊর্ব্ধতন কর্মকর্তা মো.মাহবুবুর রহমান ।
কৃষি সম্প্রসারণ অথিদপ্তর খামারবাড়ি চাঁদপুরের কৃষিবিদ আবদুল মান্নান চাঁদপুর টাইমসকে জানান,এবার বৃক্ষ মেলায় কুষি বিভাগের ১টি,বন বিভাগের ১টি ও বেসরকারি নার্সারী মালিকদ্বয়ের ১৮টি স্টল মেলায় স্থান পাবে।
চাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানিয়েছেন,জেলা প্রশাসন ,বন ও কৃষি বিভাগের আয়োজনে এবারের বৃক্ষ মেলা উদযাপিত হবে ।
এরইমধ্যে মেলা আয়োজনে সব রকমের প্রস্তুতি সম্মন্ন হয়েছে।
প্রতিবেদক: আবদুল গনি
:আপডেট,বাংলাদেশ সময় ৬:৪০পিএম,১৮ জুলাই ২০১৭,সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur