Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারে বিপুল পরিমাণ করেন্ট জাল জব্দ
cost guard

চাঁদপুর পুরাণবাজারে বিপুল পরিমাণ করেন্ট জাল জব্দ

চাঁদপুর শহরের পুরাণবাজারে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (১৫ জুলাই) বিকেলে বলাকা মার্কেট ও মনোহর পট্টির একাধিক গুদামে রাখা কারেন্টজালের সন্ধান পায় কোস্টগার্ড।

বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসনকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহসিন উজ্জলের উপস্থিতিতে প্লাস্টিক বস্তায় রাখা বিপুল পরিমান করেন্টজাল সেখান থেকে বের করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর ( সিজি) স্টেশন কমান্ডার লেঃ সিঞ্চন আহমেদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহসিন উজ্জল জানান,জব্দকৃত কারেকরেন্টজাল কোস্টগার্ড সিজি স্টেশনে নেয়ার পর কি পরিমান জাল তা নির্নয় করে জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

কোস্টগার্ড কমান্ডার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অবৈধ কারেন্টজাল মজুদ রাখার বিষয়টি নিশ্চিত হই এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সেগুলো গুদাম থেকে বের করে আনা হয়। এসময় সুতা ও জাল ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ জাল কারা মজুদ করে রেখেছেন মনোহরী পট্টির দোকানিরা কেউ বলতে পারেনি।’

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১৫ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply