স্থানীয় জনতা ও অভিভাবক সদস্যের চাপের মুখে হাজীগঞ্জ উপজেলার বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাতিল করেছেন সভাপতি।
শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি সভায় এই ঘোষণা দেন বিদ্যালয়ের সভাপতি রোটা. মো. জাফর আহমেদ মুন্সী। এর পূর্বে গত ১৯ জুন নিয়োগ পরীক্ষায় ১৬ জনের মধ্যে ৮ জন উপস্থিত হন।
তারমধ্যেযোগ্যতাভিত্তিক ৪ জনকে মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হয়। পরিক্ষা শেষে ফলাফল ঘোষণা না দিয়ে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত হবে জানালে গত কয়েকদিন যাবৎ এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।
শনিবার ঘোষণার পর বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে পুনরায় কবে নিয়োগ পরিক্ষা হবে তা নশ্চিত করে জানা যায়নি।
এই বিষয়ে রোটা. মো. জাফর আহমেদ মুন্সী জানান ,‘এলাকার পরিবেশের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়ের স্বার্থে পুনঃনিয়োগে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur