সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘দেশের উন্ননের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আরো ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। কেননা ২০২১ সালের ভিশন বাস্তবায়ন ও ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নাই।’
শনিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার ইসলামপুর ড. জালাল আলমগীর পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পাঠাগারের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ প্রমুখ।
একই দিনে তিনি কচুয়ার সাচার ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, বলরা গ্রামে উঠান বৈঠক ও উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৫০ পিএম, ১৫ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur