পরিবার পরিকল্পনা’ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় ও মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ জুলাই( বেলা ১১ টায় মতলব উত্তর উপজেলা পরিষদ কমপে¬ক্স চত্বর থেকে ইউএনও শারমিন আক্তারের নেতৃত্বে র্যালি শেষে মায়া বীর বিক্রম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ তা ম মোঃ বোরহান উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, তিনি বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং সু-গঠিত পরিবার গঠন করাই আমাদের কাজ। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তারা অবশ্যই বাল্যবিবাহ বন্ধ এবং নতুন অবস্থায় যারা মা হতে যাচ্ছে তাদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করতে হবে। সুশিক্ষিত মায়েরাই পারেন, সুশিক্ষিত জাতি গঠন করতে।
বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিব ইসমাঈল ভূঁইয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হক কামাল, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকতা মো. ফারুক হোসেন, উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. আবুল হাসানাত কাজল, পরিদর্শক মারফত আলী, এফডব্লিউএ জেমিন, এফডব্লিউএ আফরোজা আক্তার জুনু। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প.প. সহকারী হিসেবে আফরোজা মাসুদ ঝুনু, এফডবি¬উভি হিসেবে মাহমুদা খানম, শ্রেষ্ঠ ইউনিয়ন ফতেপুর পশ্চিম, শ্রেষ্ঠ ইউনিয়ন ফরাজীকান্দি ক্রেস্ট গ্রহণ করেন।
খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১১ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ