চাঁদপুর হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পরীক্ষার্থীদের মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (১১ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়।
এতে সভপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মো. মাসুদ আহাম্মদ।
তিনি পরীক্ষার্থীদের উর্দেশ্যে বলেন, চাঁদপুরের অন্যতম বিদ্যায়ন প্রতিষ্ঠান হচ্ছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। এ কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীরা কখনো হতাশাজনক ফলাফল দেয়নি, আশাকরি সেই ধারাবাহিকতা তোমারা ধরে রাখবে। এ জন্য শিক্ষার্থীরা যথার্থ প্রস্ততি গ্রহণ করে পরীক্ষার হলে আসবে। আগামি দিনে তোমাদের যথাযত সাফল্য কামনা করি এবং দেশ ও জাতি গঠনে তোমাদের ভূমিকা থাকবে বলে আমি বিশ্বাস করি।
কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক, বিদ্যোৎসাহী সদস্য শাহ্ জামাল, অভিভাবক সদস্য আবু তালেব, অধ্যাপক মো.সেলিম, সহকারী অধ্যাপক মোরশেদ আহম্মদ মজুমদার, প্রভাষক মাকসুর রহমান ও প্রভাষক শ্রীকৃষ্ণ দে।
প্রতিবেদক – জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
:আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৯ পিএম, ১১ জুলাই ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur