চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে শহরস্থ জিটি রোড ও তরপুরচন্ডী এলাকায় রোববার (৯ জুলাই )সন্ধ্যা ৭ টার সময় মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ও আসামী গ্রেফতারের নিমিওে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আফজাল হোসেন,চাঁদপুর মডল থানার ওসি মো.ওয়ালী উল্লাাহ ওলী,চাঁদপুর থানার ইন্সপেক্টর মো.মাহাবুবুর রহমান মোল্লা,ইন্সপেক্টর মো.হারুনুর রশিদসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা কমিউনিটি পুলিশের সেক্রেটারী সূফী খাইরুল আলম খোকন,চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি মো.জামাল হোসেন ও অঞ্চলের কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৮:৪০ পিএম,১০জুলাই ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur