সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়ন ও কাজে বিশ্বাসী। এ সরকার উন্নয়নে বিশ্বাসী বলেই দেশে পদ্মা সেতু, ঢাকা ও চট্টগ্রামে ফ্লাই ওভারের মতো কাজ হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো দেশ পরিচালনায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’
শনিবার (৮ জুলাই) দুপুরে কচুয়া উপজেলার রহিমানগরে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন,চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে গরীব শ্রমিকদের মাঝে রিক্সা,ভ্যান ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের সদস্য সালাহ উদ্দিন ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ চৌধূরী, ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ প্রমুখ।
ওই দিন বিকেলে তিনি চাংগীনি গ্রামে শুভ বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
:আপডেট,বাংলাদেশ সময় ৭:৪০ পিএম, ৯ জুলাই ২০১৭, বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur