চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, ‘বর্তমানে সংসারে অশান্তির অন্যতম প্রধান কারণ হলো মাদক। মাদকের কারণে সন্তান তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, স্বামী তার স্ত্রীকে মারধর করে। মাদকের কারণে চুরি-ছিনতাই সহ সমাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ’
চাঁদপুর রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে শনিবার (৮ জুলাই ) বেলা ১১ টায় কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৫ এর আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বালবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের বর্তমান সমাজের জন্য একটি অভিশাপ। যুবসমাজ এর ছোঁবলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।’
রঘুনাথপুর এলাকার পুলিশ সুপার বলেন, ‘এখানে কারা কারা মাদক ব্যবসার সাথে জড়িত সে তথ্য আমাদের কাছে আছে। আমরা জানি গুটি ক’জন লোক এ কাজের সাথে জড়িত। আপনার সহসাই একটি কমিটি করে মাদকসেবী ও বিক্রেতাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। আপনাদের মনে রাখতে হবে পাশের ঘর নষ্ট হলে নিজের ঘর ভালো থাকার কোনো নিশ্চয়তা নেই।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলির সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং অঞ্চল ১০ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় এবং অনুষ্ঠানের শুরুতে মাওলানা শাহাদাত হোসেনের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি রোটা. জামাল হোসেন, কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৫ এর সভাপতি মুরাদ খান, সধারণ সম্পাদক জিএম শামসুল আলম, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৫ এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন মাওলানা শাহাদাত হোসেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
:আপডেট,বাংলাদেশ সময় ৫:৪০ পিএম, ৮ জুলাই ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur