দৈনিক সকালের খবরের সাবেক বার্তা সম্পাদক ও প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক রহিত উল ইসলাম প্রিন্স কামাল স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করেন সাপ্তাহিক চাঁদপুর কাগজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা সম্পাদক রোটা. মোঃ রোকনুজ্জামান রোকন। চাঁদপুর কাগজ সম্পাদক মুনাওয়ার কাননের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির, বাংলানিউজটোয়েন্টিফোর.কম জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম, রোটারী ক্লাব অব চাঁদপুরের সভাপতি দেওয়ান আলী আরশাদ, ব্যবসায়ী সারোয়ার হোসেন গাজী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, যুগ্ম সম্পাদক কাদের পলাশ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চাঁদপুর শাখার সভাপতি এম.এ. লফিত, সাধারণ সম্পাদক ইয়াছিন ইকরাম প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান ও নানুপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা রাকিবুল ইসলাম।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ৮ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur