Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / পারভেজের বুদ্ধিমত্তায় রক্ষা পেলো ডুবন্ত মতলব এক্সপ্রেসের অর্ধশত যাত্রী
parver police

পারভেজের বুদ্ধিমত্তায় রক্ষা পেলো ডুবন্ত মতলব এক্সপ্রেসের অর্ধশত যাত্রী

ঢাকা থেকে ছেড়ে আসা মতলবগামী মতলব এক্সপ্রেস যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -গ-১১-১৫০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শুক্রবার (৭ জুলাই) বেলা অনুমানিক ১১টায় দাউদকান্দি-গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় পুলিশ কনস্টেবল পারভেজের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা প্রায় অর্ধশতাধিক যাত্রী। এ নিয়ে সোস্যাল মিডিয়া পারভেজের প্রশংসার ঝড় উঠেছে।

জানা যায়, ঢাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস বাসটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি-গৌরীপুর বাসস্ট্যান্ডের নিকট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। তখন গৌরীপুরে দায়িত্বরত দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া মহানায়কের মতো জীবনের ঝুঁকি নিয়ে পঁচা ও দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার স্তুপের ডোবায় ঝাঁপিয়ে পড়েন। গাড়ির জানালার গ্লাস ভেঙে দ্রুত পানির নিচে থাকা সাত মাসের এক শিশু সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তারপর গাড়ির ভেতরে আটকা পড়া পাঁচ নারীসহ এক এক করে সকল যাত্রীদেরকে তিনি নিজেই উদ্ধার করেন। কনস্টেবলের এ সাহসিকতা দেখে আশেপাশে থাকা স্থানীয় লোকজনও তাঁর এ উদ্ধার কাজে সহায়তা করে।

এ কনস্টেবলের দুঃসাহসিকতার কারণে বাসে থাকা সকল যাত্রীরা অক্ষত অবস্থায় উদ্ধার হয়। তবে এ দুর্ঘটনায় কোন যাত্রীরই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ কনস্টেবল পারভেজের বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শুধু তাই নয়, তিনি আবারও প্রমান করলেন ‘সেবাই পুলিশের ধর্ম’। তাঁর অসামান্য অবদানের জন্য পুলিশের ভাবমূর্তি আরও বৃদ্ধি পেয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, কনস্টেবল পারভেজ মিয়ার এ কর্মতৎপরতায় গর্বিত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। তাঁর সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার প্রিয়তোষ ঘোষ তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। এ ছাড়া স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

প্রতিবেদক- মহাফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ৭ জুলাই ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply