একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ জুলাই ২০১৭ চূড়ান্ত খসড়া রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যর কমিশন এরই মধ্যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপের খসড়া অনেকটা চূড়ান্ত করেছে।
এতে রাজনৈতিক দল ছাড়াও গণমাধ্যমসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের কথা উল্লেখ থাকবে। ৩০ জুলাই সুশীল সমাজের সংঙ্গে সংলাপের মাধ্যমে শুরু হবে রোডম্যাপের বাস্তবায়ন। রোডম্যাপ অনুযায়ী অক্টোবরে শেষ হবে নির্বাচন কমিশনের সংলাপ।
সংবিধান অনুযায়ী আগামী বছরের নভেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে আয়োজন করতে হবে জাতীয় সংসদ নির্বাচন।
ভোটার তালিকা হালনাগাদ,নতুন রাজনৈতিক দলের নিবন্ধন,সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, ডিজিটাল ভোটিং মেশিনে (ডিভিএম) ভোট গ্রহণ ও আইন সংশোধনের বিষয় থাকবে।
এ বিষয়ে সবার মতামত নিয়ে কমিশন এগিয়ে যাবে বলে জানান ইসি সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবকিছুর আগে দরকার রাজনৈতিক সমতা।
করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৫:৪০ পিএম,৭ জুলাই ২০১৭,শুক্রবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur