কিছু টাকা বাঁচাতে জীবনবাজি! তাই বলে এভাবে! কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করতে ফুট ওভার ব্রিজ দিয়ে ট্রেনের ছাদে নেমে পড়া! ভ্রমণ হবে ছাদেই। এতেই কেল্লা ফতে!
ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুর-চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে ওঠেন কিছু লোক। বৃহস্পতিবার (০৬ জুলাই) বেলা ১১টার দিকে ফেনী রেলওয়ে জংশনে এমন দৃশ্য দেখা যায়।
তবে এ বিষয়ে ট্রেন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্টেশনে আগতরা বলছেন, এমন ঘটনা নিয়মিতই ঘটে। কিন্তু কেউ নেই দেখার। মূলত তদারকি বলে কিছু নেই।
সাধারণের সামান্য কিছু টাকা বাঁচানোর প্রচেষ্টায় যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে এর দায় নেবে কে?
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ