Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মুলে ব্লক রেড
মতলবে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক নির্মুলে ব্লক রেড

মতলবে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মুলে ব্লক রেড

মতলব উত্তরে পুলিশের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মুলে ব্লক রেড অভিযান চালানো হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ জুলাই) দিনব্যাপি মতলব উত্তরের বিভিন্ন স্থানে ব্লক রেড এ অভিযান পরিচালনা করে।

ওসি মো.আনোয়ারুল হকের নেতৃত্বে প্রথমে উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাস-জঙ্গি ও মাদক নির্মুলে বদরপুর ও নিশ্চিন্তপুর মাদক ব্যবসায়ী মিঠু ও রাজিবের বাড়ি’সহ ক’টি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। মতলব উত্তরে সন্ত্রাস,জঙ্গিবাদ,ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

অভিযান শেষে অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন,‘যে কোনো মূল্যে মতলব উত্তর উপজেলাকেসন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মুল করা হবে। মতলব উত্তর থানাকে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক নির্মুল,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলতে জিরো টলারেন্স অভিযান পরিচালিত হবে।

সকলের সহযোগিতা নিয়ে এ কাজে শতভাগ সফল হতে চাই। এ অভিযান অব্যাহত থাকবে। যারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকরে সঙ্গে জড়িত আছে তারা দেশ ও জাতির শত্রু।’

অভিযানে সহযোগী ছিলেন ওসি মো.আলমগীর হোসেন, সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক, এসআই শাহজাহান কামাল,এসআই মোবারক, এসআই রুহুল আমিন,এএসআই কাশেম,এএসআই আরিফ,এএসআই মিজানুর রহমান,এএসআই রাশেদ, এএসআই জাকির, এএসআই কিবরিয়া, এএসআই শাহাদাত’সহ প্রায় ৪০ জন পুলিশ ফোর্স।

এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ,সাংবাদিক খান মোহাম্মদ কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা,সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক আরাফাত আল-আমিন, সাংবাদিক মমিনুল ইসলাম,বাবুল মুফতী প্রমুখ।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
:আপডেট,বাংলাদেশ সময় ৭:৩৫ পিএম,৬ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply