চাঁদপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামে ছিনতাকারির ছুরিকাঘাতে মাইনুদ্দিন খাঁ (২৩) নামের এক কিন্ডারগার্টেনের শিক্ষক সোমবার (৩ জুলাই) রাত ১১টায় গুরুতর আহত হয়েছে।
বর্তমানে তিনি ছুরিকাঘাতপ্রাপ্ত পিঠের উপর ৪১টি সেঁলাই নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভুগছে।
মাইনুদ্দিন স্থানীয় খাঁ বাড়ির দিনমজুর মো. বাচ্চু খার ছেলে। পেশাগতভাবে তিনি ইউনিয়নের দোকানঘর এলাকার তাকওয়া মডেল একাডেমির শিক্ষাকতা করেন।
মাইনুদ্দিন খান জানায়, তার বড় বোন শাহনাজ গত ক’দিন ধরে প্যারালাইসিস হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বোনের চিকিৎসার জন্য সে পরিবার থেকে ধার-দেনা করে ১ লাখ টাকা জোগাড় করে।
সোমবার রাতে মাইনুদ্দিন বোনেকে দেখে হাসপাতাল থেকে ওই টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলো। রাত সাড়ে ১১টার দিকে রামদাসদী এলাকার সানাউল্লাহ খাঁ বাড়ির কাছে গেলে হঠাৎ করে স্থানীয় নান্টু মিজির মাদকাসক্ত ছেলে রাব্বি (২০) তার গতিরোধ করে সামনে দাড়ায়। কিছু বুঝে উঠার আগেই রাব্বি ধারালো ছুরি দিয়ে মাইনুদ্দিনের গাড় থেকে পিঠ পর্যন্ত আঘাত করে। এতে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে রাব্বি তার সাথে থাকা ১লাখ টাকা ও ১টি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত মাইনুদ্দিনের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, মাইনুদ্দিনের পিঠের অনেকাংশ মারাত্মক জখম হওয়ায় সেখানে ৪১টি সেলাই করা হয়েছে। আঘাত প্রাপ্ত স্থানে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এখনো সে আশংখাজনক অবস্থায় রয়েছে।
এদিকে শিক্ষক মাইনুদ্দিনের কর্মস্থর তাকওয়া মডেল একাডেমির সকল শিক্ষকরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এই প্রতিবেদককে জানায়, রাব্বি মিঝি এর আগেও ওই এলাকায় বহু ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। সে নিজে মাদক সেবন করে এবং মাদক বিক্রির সাথে জড়িত।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাইনুদ্দিনের পরিবার জানায়।
প্রতিবেদক : আশিক বিন রিহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২৩ পিএম, ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur