Home / আন্তর্জাতিক / সিরিয়ায় বিমান হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত
Russia Hamla
প্রতীকী

সিরিয়ায় বিমান হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের একটি গ্রামে বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গ্রামটি ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত আল মায়েদা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আল দাবলানে অবস্থিত।

বুধবারের(২৮ জুন) এ হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার আল দাবলানে বিমান হামলা চালানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার অঞ্চলটিতে হামলা চালানো হলো। তবে হামলাকারী যুদ্ধবিমানটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে গত সোমবার ওই অঞ্চলের আল মায়েদায় একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় জোট বাহিনী। এ ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হন। ভবনটি আইএসের কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট ও রুশ মদদপুষ্ট সিরিয়ার সরকারি সেনাবাহিনী উভয়েই ওই উপত্যকায় অবস্থিত শহর ও গ্রামগুলোতে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

তবে এখনও পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট ও সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে বুধবারের হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সোমবারের হামলার দায় স্বীকার করেছিল মার্কিন জোট।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ৪৫ পিএম, ২৮৯ জুন ২০১৭, বৃহস্পতিবার strong>
এইউ

Leave a Reply