চাঁদপুর কচুয়া উপজেলার আইনপুর গ্রামে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে সোমবার (২৬ জুন) বিকেলে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ওই গ্রামের বখাটে বিল্লাল (২৫), রবিউল (২৪), লিটন(২২) ও রাজমিস্ত্রী আলমগীর (৩৫) মিলে জুয়া খেলে।
সোমবার বিকেলে আইনপুর গ্রামের হাওলাকান্দি দেবিন্দ্র মার্কেটের গিয়াসউদ্দিনের চায়ের দোকানের সামনে আগের দিন রাতের জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে আলমগীরের সাথে এ ৩ জনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে এরা আলমগীরকে বেদম প্রহার করে। এক পর্যায়ে তারা আলমগীরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে।
পরে এলাকাবাসী দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। আলমগীর মৃত নুরুল ইসলামের ছেলে।
খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ব্ার করে থানায় নিয়ে আসে।
সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতকদের একজন বিল্লালকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১:১৫ পিএম, ২৭ জুন ২০১৭,মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur