ফরিদগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার (২১ জুন) কেন্দ্রিয় কার্যালয়ে সম্পন্ন হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সিয়াম হলো আত্মসংযম অর্জনের মাস। পবিত্র রমজান মাস হচ্ছে, বরকত, রহমত ও মাগফিরাতের মাস। এ মাসে বিশ^ মুসলিম পবিত্র সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করেন। সওয়াবের নিয়তে কেউ যদি রমযানে রোজা রাখে তবে সে আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে। রোজা মানুষকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে। ’
প্রতিষ্ঠাতা ও সভাপতি নূরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে, সাহিত্য সম্পাদক হোসাইন মিলনের পরিচালনায় আলোচনায় অংশনেন সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস বকুল, সাহিত্যিক পি এম বাহার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, রাসেল হাসান, শামীম হাসান নিশান, সাঈদুর রহমান রাশেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ২১ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur