চাঁদপুারের কচুয়া উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয় ও বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে জলবদ্ধতায় চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
ওই বিদ্যালয় সংলগ্ন পুকুরে অপরিকল্পিত ভাবে মাছ চাষ করায় বিকল্প পথে পানি সরানোর কোন ব্যবস্থা না থাকায় এ দূর্ভোগ দেখা দিয়েছে। ফলে শিক্ষক শিক্ষার্থীরা বিকল্প পথ হিসেবে বিদ্যালয়ের প্রবেশ পথে কবরস্থানের পাড় দিয়ে যাতায়াত করছে।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাইছারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে বিশাল একটি পুকুর ওই গ্রামের পাটোয়ারী বাড়ির অধিবাসী শাহজাহান পাটোয়ারী, সোলেমান পাটোয়ারী, জাকির পাটোয়ারী ও মফিজ হাওলাদার গংরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে আশপাশের বাড়ির পানি এসে ওই পুকুরের চারিদিকের পাড় তলিয়ে যায়। ফলে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় দুটি ভবন ঝুঁকিপূর্ণ দেখা দেয় এবং বিদ্যালয়ের শৌচারগার ও অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে ও পুকুরের চার পাড় তৈরি না করে মাছ চাষ করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।
বিষয়টি নজরে আনতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে অভিভাবক ও সচেতন এলাকাবাসী।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ১৮ জুন ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur