চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে শনিবার (১৭ জুন) মধ্য রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় কৃষ্ণ দাস (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কৃষ্ণ দাস একই উপজেলার বায়েক গ্রামের অরুন দাসের পুত্র। সে গত ২বছর ধরে তার বোনের বাসা কড়ইয়া গ্রামে থেকে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে পড়াশুনা ও তার ভগ্নীপতি লিটন চন্দ্র ধামের কচুয়া বাজারস্থ মা-মনি ফার্মেসিতে চাকরি করতো।
খবর পেয়ে ওই দিন রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ।
কচুয়া থানার ওসি (তদন্ত) মো. সামছুল হক চাঁদপুর টাইমসকে জানান, ‘কি কারণে ওই যুবক নিহত হয়েছে, তার রহস্য জানার জন্য লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’
এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur