চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্তত ৪২ প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শ্রেণি চলছে পাঠদান। একটু বৃষ্টি হলে এসব বিদ্যালয়েরর শ্রেনিকক্ষে চাল কিংবা ছাদ চুয়ে পানি পড়ে।
অনুসন্ধানে জানা যায়, ফরিদগঞ্জের চরমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১শ’ ৬১, পশ্চিম রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪শ’ ৩৫, কমলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬, দক্ষিণ বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৬, পশ্চিম শোভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ৪৩, বৈচাতরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ২০, নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ১১, পূর্ববদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৩, বারপাইকাবদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮, দ. লড়াইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ৮০, আলোনিয়াকুলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ৯৫, পশ্চিম বিশকাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ’ ৫১, বড়গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৯৭ ও চান্দ্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫২ জন।
এসব বিদ্যালয়ে শ্রেণিকক্ষ থাকলেও তা জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়াও দক্ষিণ নদোনা সপ্রাবি, বদরপুর সপ্রাবি, পূর্ব গোবিন্দপুর সপ্রাবি, পশ্চিম গবিন্দপুর সপ্রাবি, সন্তোসপুর সপ্রাবি, পশ্চিম আলোনিয়া সপ্রাবি, উত্তর গজারিয়া সপ্রাবি, শ্রীকালিয়া সপ্রাবি, ভোটাল সপ্রাবি, খাজুরিয়া সপ্রাবি, সাচিয়াখালী সপ্রাবি, পশ্চিম বদরপুর সপ্রাবি, পূর্ব কাওনিয়া সপ্রাবি, দক্ষিন সাহেবগঞ্জ সপ্রাবি, পশ্চিম গাব্দের গাওঁ সপ্রাবি, গাব্দের গাওঁস প্রাবি, উত্তর আলোনিয়া সপ্রাবি, ফরিদগঞ্জ বালিকা উত্তর সপ্রাবি, ষোলদানা সপ্রাবি, লড়াইর চর সপ্রাবি, মাছিমপুর সপ্রাবি, চরমঘুয়া সপ্রাবি, উত্তর কৃঞ্চপুর সপ্রাবি, উত্তর রাজাপুর সপ্রাবি, দক্ষিণ বিশকাটালী সপ্রাবি, দক্ষিণ লক্ষীপুর সপ্রাবি, লক্ষিপুর সপ্রাবি ও চরমান্দারী সপ্রাবিতে মোট ৬ হাজার ৬শ’ ৫৬ জন শিক্ষার্থী থাকলেও রয়েছে ব্যবহার উপযোগী মাত্র ৭৪ শ্রেণী কক্ষ এবং জরাজীর্ণ রয়েছে ৭৯।
এসব অনুপযোগী শ্রেণি কক্ষ দ্রুত মেরামত করে শিশুদের সুন্দর ভাবে শিক্ষা লাভের সুযোগ করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ।
চান্দ্রা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ‘একটু বৃষ্টি হলেই শ্রেণিকক্ষ পানিতে ভিজে যায়, অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভবনটি।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবির চাঁদপুর টাইমসকে জানান, ‘কয়েকটি বিদ্যালয় উপরে টিন ছাড়া কিছুই নেই। অনেকগুলো ভবন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন করা জরুরি।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা ৩টি বিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার অনুমতি পেয়েছি এবং আরো ১২টি বিদ্যালয় জরুরি মেরামতের বরাদ্দ হয়েছে। আরো মেরামতের বরাদ্ধ হওয়ার সম্বাবনা রয়েছে, এটি চলমান প্রক্রিয়া। প্রতিটি বিদ্যালয় জরাজীর্ণ ও অনুপযোগী শ্রেণিকক্ষ মেরামত করে শিশুদের সুন্দর ভাবে শিক্ষা লাভের সুযোগ করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩০ পিএম, ১৬ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ