চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারলেছ বাজার থেকে সোমবার (১৪ জুন) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ৫৪ পিস ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবক ভোলার লালমোহন উপজেলার রমোগঞ্জ গামের বাসিন্দা আলম তালুকদার (২২) সে চাঁদপুর বিটি রোডে ভাড়ায় বসবাস করতো।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয় উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান সঙ্গীয় অফিসারদের সহায়তায় শহরের বিটি রোড থেকে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে ফারহান জানিয়েছে ‘জব্দকৃত ইয়াবাগুলো শহরের জিটি রোডের মোস্তফা চাপরাশি থেকে পাইকারী দামে ক্রয় করে নিয়ে আসে।
আটককৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১৪ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur