লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী এবং লিও ক্লাব অব চাঁদপুর রুপালী- লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশলান জেলা ৩১৫ বি-৩ এর যৌথ আয়োজনে ইফতার ও দোয়া বৃহস্পতিবার (১৫ জুন) শহরের পৌর নিউ মার্কেট লায়ন্স শেল্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী’র পেসিডেন্ট লায়ন অ্যাড. আ জ ম রফিকুল হাসান রিপনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী লায়ন মো. জিকরুল আহসানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পেসিডেন্ট লায়ন মোস্তাক হায়দার চৌধুরী, সাবেক পেসিডেন্ট লায়ন মাহমুদ হাসান খান, ইলেক্ট পেসিডেন্ট লায়ন আহ্সান উল্লাহ খান বাতেন।
এসময় উপস্থিত ছিলেন, ১ম ভাইস পেসিন্ডে লায়ন বি এম হারুন অর রশিদ, ২য় ভাইস পেসিডেন্ট এহতেশামুল হক (রিয়াদ), ট্রেজারার লায়ন মফিজুল ইসলাম সেলিম, লায়ন নির্মল চন্দ্র সাহা, জয়েন্ট ট্রেজারার লায়ন খোরশেদ আলম বাবুল, লায়ন আবুল কালাম আজাদ, সদস্য লায়ন মিজানুর রহমান, লায়ন দেওয়ান সুরুজ, লায়ন সাখাওয়াত হোসেন, খায়রুল ইসলাম বিল্লাল, ওয়াহিদুজ্জামান পাটওয়ারী, গোলাম হোসেন টিটু, লিও পেসিডেন্ট মো. মাকসুদ আলম, সাবেক পেসিডেন্ট রায়হান চৌধুরী, সাবেক পেসিডেন্ট শাওন, লিও অ্যাডভাইজার অপু, রেদওয়ান খান রণি, লিও মেহেদী, মিশু, মিন্টু, বেলায়েত হোসেন, নাজিম, শান্ত প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রফেসর পাড়া জামে মসজিদের খতিব এমএম ইয়াকুব আলী।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১৩ পিএম, ১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur