দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি: ডিসিএল ব্র্যান্ডের তিনটি মডেলের স্মাটফোন বাংলাদেশের বাজারে ছেড়েছে।
বুধবার ( ১৪ জুন) ২০১৭ ইং ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর কর্পোরেট অফিসে বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানী সচিব মনির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাব্যাবস্থাপক জাফর এ. পাটোয়ারী, উপ- উপ-মহাব্যাবস্থাপক (ফিনেন্স) মো: জহির উদ্দিন, সহ-মহাব্যবস্থাপক আবদুর রব, হেড অব মোবাইল ডিভিশন মো: তৌফিকুল ইসলামসহ ড্যাফোডিল ফেমিলির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এল ৩০, এল ২০ ও এল ১০ মডেলের তিনটি স্মাটফোন ৪ জি এনাবল এবং ইউনিক ফিচার সমৃদ্ধ। ঈদ উপলক্ষে প্রতিটি সেটেই থাকছে উপহার। দেশের সকল অভিজাত মার্কেটে পাওয়া যাবে ডিসিএল ব্র্যান্ডের এই স্মাট ফোনগুলো।
প্রসঙ্গত, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী সেটগুলো বাজাওে থাকা অন্য সেটগুলোর তুলনায় অনেক বেশি টেকসই।
বিস্তারিত: www.daffodil-bd.com
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ১৪ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur