Home / আন্তর্জাতিক / মনমোহন সিং এর বিরুদ্ধে কয়লা-দুর্নীতির মামলা
মনমোহন সিং এর বিরুদ্ধে কয়লা-দুর্নীতির মামলা

মনমোহন সিং এর বিরুদ্ধে কয়লা-দুর্নীতির মামলা

chandpur times desk:

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের তালাবিরা-২ কয়লাক্ষেত্র সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছেন। বুধবার দিল্লির আদালত তার বিরুদ্ধে একটি সমন জারি করে। এতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সাবেক এ প্রধানমন্ত্রীর।

দিল্লি আদালতের বিচারক ভরত পারাসর সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলা, সাবেক কয়লা সচীব পিসি প্রকাশসহ মোট ছয় জনের বিরুদ্ধে এ সমন জারি করেন। আগামী ৮ এপ্রিল তাদের আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে মনমোহন সিং বলেন, ‘আমি খুবই বিমর্ষ হয়েছি। অবশ্য এটা জীবনেরই অংশ।’

‘আমি বিশ্বাস করি, সত্য সমহিমায় বেরিয়ে আসবে। উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে সততার সঙ্গে লড়াই করে যাবো।’

তালাবিরা-২ কয়লাখনিটি ভারতের উড়িষ্যা অঙ্গরাজ্যে অবস্থিত। ২০০৫ সাল থেকে এখানে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়।

দুর্নীতি দমন আইনের অধীনে নীতিমালা ভঙ্গ ও দুর্নীতি অবলম্বনের দায়ে অপরাধমূলক চক্রান্তের ১২০বি ধারা এবং নীতিমালা ভঙ্গসংক্রান্ত অপরাধ-এর ৪০৯ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সমন জারি হয়।