Home / চাঁদপুর / ‘ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’
‘ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’

‘ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’

চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১১ জুন রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল জানিয়েছেন, ‘ঈদ নিয়ে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে এব্যাপারে সর্বোচ্চ সর্তকতা থাকতে হবে। লঞ্চঘাটে যাত্রী উঠা নামার সময় সন্দেহজনকের ব্যাগ তল্লাশি করতে হবে। ম্যাজিস্ট্রেট , পুলিশ ও নৌপুলিশ সমন্বয়ে কন্ট্রোল রুম থাকবে । বিআইডব্লি¬উটিএ কর্তৃপক্ষকে সার্বক্ষণিক ঘাটে ডিউটির রোস্টার তৈরি করতে হবে। নৌ ও বাস র্টামিনালে যাতে চাঁদাবাজি না হয় এই বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখবেন। ঈদের জামায়াত আয়োজক বিষয়ে কমি্িটর সাথে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আলোচনা করবেন।

এর আগে গত মাসের গৃহিত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

এরপর ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণ এবং লঞ্চঘাটের বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়ে উম্মুক্ত আলোচনা বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার(বিপিএম), নৌ-বিভাগের পুলিশ সুপার সুব্রত হালদার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সম ১০: ৩৩ পিএম, ১১ জুন ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply