জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত ও চাঁদপুরের কৃতি সন্তান গীতিকার কবুর বকুলের বাবা ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী হাজী মোহাম্মদ আলী আর নেই।
শুক্রবার (৯ জুন) দুপুর ১ টা ২০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)
হাজী মোহাম্মদ আলী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর বড় ছেলে প্রখ্যাত গীতিকার কবির বকুল, মেঝো ছেলে প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলম পলাশ, অরেক ছেলে নুরুল আমিন খান আকাশ চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
আজ রাতে তারাবীর নামজ শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ এবং গীতিকার কবীর বকুল এর পিতা প্রকৌশলী মোহাম্মাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন ও চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সম ২: ৪০ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur