চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৮ টায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহম্মেদ, ছাত্রদল নেতা ফারুক (২২), ফয়সাল (২১), পৌর নেতা পনির (২২) ও পাবেল (২৩)।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিনের নেতৃতে ওইদিন বিশেষ অভিযান চালানো হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস, আই জহির জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম, ১৬ জুন ২০১৭, শুক্রবার
এসসিএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur