চাঁদপুর সদরের বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ও দক্ষিণ দু’টি ইউনিট ২ ঘণ্টাব্যাপি কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সিভিল স্টেশন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেননি। এ অগ্নিকাকাণ্ডে আশ-পাশের প্রায় ২শ’ দোকান রক্ষা পায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হল: শ্যামল টেইলার্স, রিয়েল মিডিয়া, মোহনা সুইটমিট, মামুন স্টোর, রাসেল ভ্যারাইটিস, ইমন স্টোর, শাহাদাত স্টোর, আক্কাসের দোকান, রাজ স্টোর, স্বপণ স্টোর, আমিনের কাপড়ের দোকান, আনোয়ার স্টোর, ভেনুশীল টেইলার্স, হাসান স্টোর, সোহেল স্টোর, সুজন মিডিয়া, আনোয়ার সিমেন্টের দোকান।
ব্যবসায়ী জানায়, রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটলে আমরা ফায়ার সার্ভিস কে খবর দেয়ায় তারা ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানো সক্ষম হয়। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ীরা নতুন নতুন কাপড় ও মালামাল দোকানে তুলেন। সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) এর সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানায়, আমাদের দু’টি ইউনিট ২ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় এলাকাবাসী আগুন অনেক ওপরে উঠে গেলে আমাদের কে খবর দেয়। এত বড় বাজারে একজন নাইটগার্ড নেই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা’বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা হয় নি।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ পিএম, ৮ জুন ২০১৭, বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur