চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির এলাকায় জগন্নাথ মন্দিরের ভবনের বুধবার (৭ জনু) দুপুরে উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
সদর উপজেলা হিন্দু বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমি উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল চৌধুরী, ডা. এস কে মিত্র, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর প্রমুখ।
নতুন ভবনটি উদ্বোধন করেন ত্রি দন্ডী স্বামী কমল নারায়ন।
পরে ধর্মীয় আয়োজনে আসা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রতিবেদক-আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১৫ পিএম, ৭ জুন ২০১৭, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur