প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-বরিশাল রুটের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৬ জুন) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় নিজাম শিপিং লাইন্সের ডকইয়ার্ডে নির্মাণাধীন তিনতলা লঞ্চে (ক্যাটামেরান) আগুন লাগে।
অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চের আসবাবপত্রসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। ডকের কর্মী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দীর্ঘ দেড়ঘণ্টার বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন নেভাতে গিয়ে স্থানীয় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিজাম শিপিং লাইন্সের কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, দিনের বেলায় নদী পথে চলাচলের জন্য অ্যাডভেঞ্চার ৫ ও ৬ নামে দুটি লঞ্চের নির্মাণ কাজ চলছিল। ৫ নম্বর লঞ্চটি শতভাগ নির্মাণ সম্পন্ন। খানিক কাজ বাকি ৬’র। ঈদের আগেই বরিশাল-ঢাকা নৌপথে চলাচল শুরু করার কথা থাকায় শুক্রবার লঞ্চ দুটি পানিতে ভাসানো হতো।
স্থানীয় বাসিন্দা জাফর জানান, তারাবির নামাজের সময় হঠাৎ করেই নিজাম শিপিং লাইন্সের ডকে নির্মাণাধীন ৬ নম্বর লঞ্চের দোতলায় আগুন দেখতে পান। ডকের কর্মী ও স্থানীয়রা তাৎক্ষনিক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুতই ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে নেভাতে তিনতলা বিশিষ্ট লঞ্চের সব তলায় আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শামিম আহসান চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক এসে কাজ শুরু হয়।
এদিকে লঞ্চ মালিক নিজাম উদ্দিন জানিয়েছেন, ১৫ কোটি টাকায় নির্মিত লঞ্চের সবজায়গায় আগুন ছড়িয়ে পড়ে। যাতে প্রায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ অগ্নিকাণ্ড কীভাবে হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তিনি।
প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের সময় অ্যাডভেঞ্চার ৬’র পেছনেই ৫ ও পাশে দিবাসার্ভিসের তিন শ ফুট দৈর্ঘের একটি লঞ্চ ছিল। (বাংলানিউজ)
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ৩০ এএম, ৭ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur