মৌসুমী বাবুর সক্রিয়তায় বৃষ্টিপাত বেড়ে বাংলাদেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে এমাসে স্বাভাবিক বন্যা হতে পারে।
জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেছেন, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এসময় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এমাসে ১২ থেকে ২০ দিন বৃষ্টিপাতের আভাস দিয়ে তিনি বলেন, “বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার শঙ্কা রয়েছে।”
গত কয়েকদিনের টানা বর্ষণে উত্তর-পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জ্যেষ্ঠের চতুর্থ সপ্তাহে মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫ মিলিমিটার।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
মঙ্গলবার আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ অবস্থায় ভ্যাপসা গরমে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। আরও দু’দিন তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আষাঢ়ের শুরুতেই দেশজুড়ে বৃষ্টি নিয়ে নামবে বর্ষা।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ এএম, ৭ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur