চাঁদপুরের লেখকদের সাথে ব্র্যান্ডিং বিষয়ে মতবিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। মঙ্গলবার (৬ জুন) বিকেলে সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আব্দুল্লাহর উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মহাপরিচালক কাজী শাহাদাত, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাহিত্য একাডেমীর নির্বাহী সদস্য ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, ইফতেখারুল আলম মাসুম, প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, পীযূষ কান্তি রায় চৌধুরী, বিতর্ক অনুরাগী হাবিবুর রহমান পাটোয়ারী, কবি ও লেখক শাহাদাত হোসেন শান্ত, ইকবাল পারভেজ, ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, ত্রিনদী সম্পাদক কাদের পলাশ, মনের জানালা’র সম্পাদক কবির হোসেন মিজি, কবি রফিকুজ্জামান রণি, মাইনুল ইসলাম মানিক, আশিক বিন রহিম, আলিজা হোসেন, আয়েশা আক্তার রূপা ও মুহাম্মদ ফরিদ হাসান।
মতবিনিময়কালে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, চাঁদপুর জেলাকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে লেখকরা তাঁদের লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। ব্র্যান্ডিং বিষয়ে লেখালেখি থেকে শুরু করে লেখকরা ব্র্যান্ডিং বিষয়ক ফেসবুক পেজ, গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে সরব থাকতে পারেন। তাহলে ইলিশের বাড়ি চাঁদপুর বাংলাদেশে আরো বিষয়ে আলোকিত হবে।
জেলা প্রশাসকের বক্তব্যের পরে ব্র্যান্ডিং বিষয়ে লেখকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই।
মতবিনিময় সভায় চাঁদপুরের লেখকবৃন্দ চাঁদপুরের উন্নয়নে ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ৬ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur