দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের নানী, আরএমকে গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন মিয়া ও আমেরিকা প্রবাসী আবুল বাসার মিয়ার মাতা তৈয়বুন্নেছা রোববার (৪ জুন) সকাল ৮টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৪। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বাদ আছর চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কর্দিপাঁচগাঁও গ্রামের পাঠান বাড়ী মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন বাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাকী। জানাযা পূর্বে বক্তব্য রাখেন মরহুমার বড় ছেলে রুহুল আমিন মিয়া, নাতী কামরুজ্জামান সোহেল ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ। মরহুমার জামাতা আঃ ছাত্তার, মরহুমার ছেলে দেলোয়ার হোসেন পাঠান, বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, রোম্মান পাঠান, ফখরুল ইসলাম, হুমায়ুন মাষ্টার, মুকবুল পাটওয়ারী, আমজাদ পাটওয়ারী, আল-হেরা ওয়াহেদিয়া একাডেমীর শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব, মরহুমার নাতী ব্যবসায়ী সাইফুল আলম, মো. মাকসুদ আলম, স্থানীয় ইউপি সদস্য কামাল কাজী, শাহিন পাঠান, সফিক কাজী, হাবিবুল্লাহ পাঠান, সফিক পাঠান, নুরু বেপারী, কাশেম খান, মজিদ পাঠান, নুরু পাঠান, লিটন পাঠান, স্বপন, খোকন, তাজু, দাদন, আঃ ছালাম পাঠান, মোস্তফা তালুকদারসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ নামাজে জানাযায় উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ৫ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ